West Bengal Board Class 7 Math Solution | সপ্তম শ্রেণির প্রথম অধ্যায়ের সমাধান

0

West Bengal Board Class 7 Math Solution | সপ্তম শ্রেণির প্রথম অধ্যায়ের সমাধান 

West Bengal Board Class 7 Math Solution
West Bengal Board Class 7 Math Solution


আজকের এই পোস্টে  Wb Class 7 Math Book এর 4 নং পেজের কিছু অংশের সমাধান করে দেওয়া হবে। পরবর্তীকালে আমাদের এই ব্লগেই ক্লাস 7 এর বাকি অংক গুলোও সমাধান করে দেওয়া হবে। Wbbse Class 7 math solution এর ওপর এটি আমাদের প্রথম পোস্ট। ধীরে ধীরে আমরা West Bengal Board Class 7 math book এর সমস্ত solution তোমাদের জন্য নিয়ে উপস্থিত হবো।।

গণিত প্রভা সপ্তম শ্রেণি সমাধান | সপ্তম শ্রেণীর গণিত সমাধান ১.১

             ◼  কষে দেখি - 1.1 ◼


◼ 1- সেতারা বেগমের ফলের দোকানে 60 টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি।

উওর : 1 অংশ পেয়ারা = 60 টি

- তিনি  ¼ অংশ পেয়ারা বিক্রি করেছেন।
- সুতরাং ¼ অংশ পেয়ারা = ¼×60  ( 60 ÷ 4 =15)
                                          15 টি পেয়ারা।
:-  সেতারা বেগম 15 টি পেয়ারা বিক্রি করেছেন।
এবং 60 টি পেয়ারা বিক্রি করার পর, তার কাছে
( 60 - 15 ) = 45 টি পেয়ারা পড়ে রইল।


◼ 2 - মা আমাকে 60 টাকার 5/ 6 অংশ এবং দাদাকে 45 টাকার সাথে 7/ 9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি।

উওর
মা আমাকে দিয়েছেন 60 টাকার ⅚  অংশ,
অর্থাৎ = 60 × ⅚ = 50 টাকা।

মা দাদাকে দিয়েছেন - 45 টাকার 7/9 অংশ,
অর্থাৎ -  45 × 7/9 = 35 টাকা।

সুতরাং, মা আমাকে বেশি টাকা দিয়েছেন।

3 - গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে 3/14 অংশ, 4/7 অংশ ও 1 / 21 অংশ শেষ করেছেন। তিনি তিনদিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন? ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি।

উওর :
গণেশ বাবু তিন দিনে মোট -

  (  3/14 + 4/7 + 1/21 ) অংশ কাজ করেছেন।
           9 + 24 + 2
=    ------------------------   [14, 7, 21, এর ল.সা.গু 42 ]
               42
= 35/ 42  ( 35 ÷ 7 = 5, 42 ÷ 7 = 6 )

= 5 /6 অংশ।

সুতরাং গনেশবাবু তিনদিনে মোট ⅚ অংশ কাজ করেছেন।।

যেহেতু প্রশ্নে বলা নেই যে ঠিক কত অংশ কাজ করতে হবে, সুতরাং সম্পূর্ণ কাজকে আমরা = 1 অংশ ধরে নেব।

গণেশ বাবু তিনদিনে ⅚ অংশ কাজ করেছেন। সুতরাং এখনো তার -

                =      ( 1 - ⅚ )
               .           6 - 5
                           --------- = ⅙
                              6
-সুতরাং, গণেশবাবুর এখনো ⅙ অংশ কাজ বাকি আছে।।

◼ 4 - একটি বাঁশের দৈর্ঘ্যের ⅓ অংশে লাল রং, ⅕ অংশে সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি।

উওর : বাঁশটির ( ⅓ + ⅕ ) অংশে লাল ও সবুজ রং রয়েছে।

সুতরাং -               (  1/3  +  1 / 5 )
---                                5  + 3
                               ------------------- = 8 / 15 অংশে।
                                      15

বলা হয়েছে, 8/ 15 অংশ বাদে, বাকি অংশ অংশে হলুদ রং লাগানো হয়েছে।

সুতরাং - গোটা বাঁশ = 1 অংশ।

সুতরাং =  ( 1 -  8/ 15 )
                    15 - 8
                  -------------- = 7/15 অংশ।
                      15

সুতরাং, বাঁশটির 8 / 15 অংশ লাল ও সবুজ রং, এবং 7 / 15 অংশে হলুদ রং রয়েছে।

এখন,
         - 7 / 15 অংশ = 14 মিটার।
         - 1 অংশ = 14 × 1 × 15 ÷ 7 = 30 মিটার।
সুতরাং বাঁশটি 30 মিটার লম্বা।

সপ্তম শ্রেণির গণিত কষে দেখি 2.1 এর সমস্ত গণিএর সমাধান পেতে এখানে ক্লিক করো। 👇

wb class 7 math chapter 2.1 | সপ্তম শ্রেণির গণিত কষে দেখি 2.1 

wb class 7 math chapter 2.1

◼ 5 - একটি খাতার দাম 6.50 টাকা হলে 15 টি খাতার দাম কত হবে তাই হিসাব করি।

উওর : -    1 টি খাতার দাম = 6.50 টাকা।
               15 টি খাতার দাম = ( 6.50 × 15) = 97.5 টাকা।


◼ 6- একটি বাক্সে 12 টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা।  বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন 36 কেজি হলে, হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে।

উওর ;
            - একটি প্যাকেটের ওজন 2.84 kg.
সুতরাং, 12 টি প্যাকেটের ওজন হবে
               - ( 12 × 2.84 ) = 34.08 Kg।

বলা হয়েছে,

12 টি চিনির প্যাকেট + বাক্সের ওজন হল = 36 কেজি।

: 34.08 + বাক্সের ওজন = 36 কিগ্রা।
সুতরাং,
বাক্সের ওজন = ( 36 - 34.08 ) = 1. 92 কিগ্রা।

সুতরাং বাক্সটির ওজন  1.92 কেজি।

◼ 7 - এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি।

উওর :
            0.75 অংশের দাম = 1800 টাকা
        1 " " " " " " " "" " " " " = 1800 × 1 ÷ 0.75
        0.15 " " " " " " 1800× 1× 0.15 ÷ 0.75

= 360 টাকা।

সুতরাং, এক বস্তা চালের পরিমাণের 0.15 অংশের দাম হবে 360 টাকা।

◼ 8 - অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। এবং বাকি জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন।  প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল একটি চিত্রের সাহায্যে দেখাই।

উওর :


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।


West Bengal Board Class 7 Math Solution | সপ্তম শ্রেণির প্রথম অধ্যায়ের সমাধান 

West Bengal Board Class 7 Math Solution



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top